একটি বেলাশেষের কবিতা(অ্যাক্রোস্টিক ফর্মে)


এক সূর্যাস্তের রঙে __
কনক শোভায় সাজলো যেন বধূ!
টিপ-সিঁদুরে আকাশ লিখন ক্ষণে,
বেলকুঁড়িতে বাঁধলো এলোচুল!
লাজে রাঙা এক সে নতুন "মা"!
শেষ বিকেলের মায়ায় সেজে নিয়ে
ষেটেরা পুজোয় ব্যস্ত হলো সে।
রত হলো সন্তান শুভ কামনায়।
কলকলিয়ে ফিরলো পাখির দল।
বিরহী সন্ধ্যা দাঁড়িয়ে দেখলো দ্বারে,
তারায় ভরা একটি অন্য আকাশ!


***'ষেটেরা পুজো' অর্থাৎ নবজাতকের মঙ্গল কামনায় বিশেষ ষষ্ঠী পূজা।