কী প্রবল ইচ্ছা
অস্তিত্ব বজায় রাখার!
শুধু বেঁচে থাকার অভ্যেসে
শৌর্য বীর্য দম্ভ __
সব পরাজিত; নিষ্প্রভও!
নিশ্চুপ পড়ে আছে
তুরুপের তাস!
কী অসহায় চাহনি, আপন
প্রিয় জনেদের কাছে!
হেরে যাওয়া
পাঁচ চরিত্র অধোবদনে!
ওদেরই সায়ে সভা মাঝে
নগ্ন হচ্ছে স্ফুলিংগ!
সঙ্গে একশতের উল্লাস!
ছিঃ!


আজও চলে
ইতিহাসের পুনরাবৃত্তি!
নারী পণ্য, ভিন্ন পটভূমিতে!
স্ফুলিংগও জ্বলে ওঠে ___
জ্বালাতে পারেনি শুধু
নোংরা পৌরুষের অহঙ্কার!
দুনিয়া জুড়ে একশত পশু
দাপিয়ে বেড়ায়।
আজও সেই পাঁচটি মাথা
নিচুই থাকে।
নগ্ন হতেই থাকে মাতৃরূপ!
ধিক্___
পাঁচ সন্তান "ভালো মানুষ"!