সময় হয়েছে থামার....
একটু একটু করে ক্ষয়ে যাওয়া
যন্ত্র আজ চলৎ শক্তিহীন।
দৃষ্টিতে পলেস্তরা খসা
দেওয়ালের মানচিত্র...


কেউ বলে গেল__
ঘুনপোকারা বাসা বেঁধেছে,
তোমার দুশো ছয়ের
আনাচে কানাচে....
গরম সেঁকের প্রয়োজন।
তাত্ কোথায়?
অন্ধকার বিবর্ণ কঠিনে, সূর্যের
আলো পৌঁছতে হিমসিম!!


কত বসন্ত মরে গেছে শীতের
রিক্ত শাখায়।
একদা উষ্ণ দুপুরে,
কুড়িয়ে পাওয়া রঙিন
নুড়ি পাথর,
স্বচ্ছ অ্যাকোয়ারিয়ামে
হাসফাস!!!


দোদুল্যমান স্টেথোর অপেক্ষার
আনাগোনা....
রিখটার স্কেলে ভূমিকম্পের
দারুণ উচ্ছাসে,
একটি স্থাপত্যের মৃত্যু
অনিবার্য!!!