আলসেতে এসে বসলো
বিকেলের বুলবুলি!
ঝুঁটি দুলিয়ে, ঘাড় ঘুরিয়ে
ডাকছিলো মৃদু ...
ওর একা হয়ে যাওয়া
তুমিই শুনতে পাচ্ছিলে __
আমার কান অবধি পৌঁছয়নি।
আমার কানে তখন
হাজার ঝিঁ ঝিঁ পোকার ডাক!


বনের মধ্যে
অন্ধকার নেমে আসছে __
এই শীতেও প্রচণ্ড উত্তাপ...
জলা জঙ্গলের
জোনাকি জানে জ্বলে উঠতে!


শেষ বিকেলের আলোয়
পশ্চিম আকাশ আবীর রাঙা!
তুমি ছুঁতে চেয়েছিলে ঐ রঙ্।
এতো দূর থেকেও
আমি বুঝতে পারছিলাম
তোমার সেই আকুতি!
কী মধুর, কী মোলায়েম!!!
তবু বুলবুলির ডাক
শুনতে পাচ্ছিলাম না!


আকাশটা পাখি বিহীন হলো
সন্ধ্যের ঘোরে!
আমার দুচোখে খুব ঘুম!
তোমার কোনো কথা
কানে এলো না...