শুধু ভালবাসার জন্য,
কত যুদ্ধ হয়েছে বিশ্বে...
সৃষ্টি হয়েছে কত ছল্ এর,
কত ন্যাকামিও...


আর আমি?
কি এমন করেছি!
ঝড়ের রাতে জানলা খুলে,
তোমায় খুঁজেছি।
একটু ভিজব বলে,
চেয়েছি ছাতা বিহীন
বৃষ্টিপথের দীর্ঘতা।
অনুভব করতে চেয়েছি,
উষ্ণ দুপুরে একাকীত্বের সুখ ।


কখনো পূর্ণিমা রাতে,
চাঁদের অন্ধকার পিঠের
কান্না দেখতে চেয়েছি।
স্বপ্নে পেতে চেয়েছি
তোমার সিক্ত চুম্বন।
কিংবা হরতালের দিনে...
একটা খোলা দোকান।


এগুলো একটাও
যুদ্ধের মতো হিংসাত্মক নয়।
নিছক পাগলামীও নয়...
আমার চাহিদা খুব কম।