একলা দুপুর, উষ্ণ যখন,
মন কেন আজ উদাস হলো!
বৃষ্টি এলো বাজিয়ে নূপুর
সঙ্গে নিয়ে বরফ কুঁচি...
জল থৈ থৈ ছাদের ঢালে,
তাথৈ নাচে মন মাতলো ।


বার্তা এলো, আসবে তুমি,
এমন দিনে আমার ঘরে।
পথ চেয়ে যায় অপেক্ষাতে,
সময় যেন হয়না তো শেষ
জমে গেল কথার ঝুড়ি,
দেখা হলে বলব তবে।


এলে যখন হৃদয় মাঝে,
বাক্যহারা হলাম কেন?
খুব কি চেনা? ঠিক জানি না।
মনটা মেলাই মনের সাথে।
পেরিয়ে গেল টুকরো সময়।
অনেক কথা রইলো বাকি,কথার বাঁধে!


তাকিয়ে ছিলাম যাওয়ার পথে,
হাতে নিয়ে পরশ তোমার।
মনের ফাঁকে রইলো ফাঁক-ই,
তোমার আমার অনেক কথায়।