ছেলেটি একটি লাল ফুল হাতে
দাঁড়িয়েছিল কার্নিশে।
মহাশূণ্য থেকে মেয়েটি নামলো
সেই লাল ফুলটার আকর্ষণে।
তারপর....


ওরা চলে গেল ছাদের এক কোনে।
একে অপরের সঙ্গে খেলা করল
বেশ কিছুক্ষণ।
কেউ কোনো কথা বলল না।
চোখ দুজনেরই নিমীলিত।


ওরা কথাও বলল না।
কেউ কারো নাম জিজ্ঞাসা করল না।
ঠিকানাও চাইলো না।
মোবাইল নম্বর? তাও না।
মেল আই ডি? কিছুই চাইলো না।


অনেক্ষণ খেলার পর,
ওরা চলে গেল গভীর বনে।
জঙ্গল পেরিয়ে অনেকটা
হাঁটার পর ওরা একটা নদী পেল।
ওরা নদীতে স্নান করতে নামল।


অনেক্ষণ স্নান করল।
অবান্তর চিত্তশুদ্ধি!
তারপর...
ওদের কেউ খবর রাখল না।
ওরা নিজেরাও না....