মিষ্টি মেয়ে বর্ষা __
আমার উঠোন জুড়ে
নাচতে এলো নূপুর পায়ে
ঝমঝম, ঝমঝম...
তখন মধ্য যাপন!


ঘনায় আষাঢ়__
আকাশ ছাইলো মেঘে,
খুশি করতে তাকে।
কদম গন্ধে মাতাল হলো
বৃষ্টি-বনতল,
প্রেমের পরশ মেখে!


আষাঢ় এলো, বর্ষা এলো,
সূর্য ঢাকলো মুখ !
ঝমঝম ঝম উঠোন জুড়ে
ফুটছে জলের ফুল!
মন আসরে উঠলো বেজে
মৃদঙ্গের এক বোল !


হাসিখুশি মিষ্টি মেয়ে
ছুঁয়ে গেল দুচোখ
জল থৈ থৈ সুখে...
মেঘ জমানো বুকের মাঝে
প্লাবন এলো নেমে !