ঝরা পাতা পথের ধূলায়
করছে লুটোপুটি।
শীত বুড়ি ওই চাদর গায়ে
আসছে গুটি গুটি।
বাতাস এখন কয় না কথা,
শীতে জড়োসড়ো।
হাঁ করলেই গরম ধোঁয়ায়
মুখটা ভরোভরো।


মিষ্টি রোদে দুপুর মাতায়
কমলালেবুর কোয়া।
ভোরে খেঁজুর রস আর
কনকচূড়ের মোয়া।
পৌষ এলেই দুধপুলি
নলেন গুড়ের পায়েস,
পাটিসাপটা, রসবড়া
খাও করে আয়েস।