চৈত্র শেষের
বেআক্কেলে ঠোঁট কাটা রোদ,
চুম্বনে আগুন অহঙ্কার।
শুখনো কাঁচা আম মাটিতে
কাৎরানো সহাবস্থান।
যেন টক্ আম পোড়া শরবৎ।
আড়বুঝো কত কথা রয়েছে
ঝুলে, চৈত্রের ঠোঁটে!
দুপুর বাতাসে ভাসে উষ্ণতার
এক বুক অভিমান।
বড়ো অসময়ে গড়িয়ে গড়িয়ে
হাঁটুক জীবন, ঘাসের ঘ্রাণে...
আসন্ন বৈশাখের গানে,
পহেলা দিনে।