বৈশাখ তুমি এসো।
হয়তো...
আজ বিধ্বস্ত বাংলায়
নেই কোনো আয়োজন!
বিষে আছন্ন আমরা
হারিয়ে গেছি দূরে
শরীরে অথবা অশরীরে।
বৈশাখ তুমি এসো __
তীব্র অনল নিঃশ্বাসে __
খাক করে দাও জীবাণু!!!
তোমার দহনে
শক্তি আসুক মননে ___
মুছে যাক
হেরে যাওয়ার যত গ্লানি।
বৈশাখ তুমি এসো__
তোমারই অপেক্ষায় আছি।
এসো, মেতে ওঠো
আপন হাতের আয়োজনে...
শুদ্ধ করে দাও এ ধরাতল..
শুভ হোক উৎসব!
শুভ হোক তোমার আগমন।