একটু একটু করে
খোলস ছাড়িয়েছো।
চিনেছ নিজেকে!
নিরীহ ছিলে না কখনো।
শিখেছ টিকে থাকার লড়াই।
এখনও একই আছ,
বদলাওনি এতটুকুও।


শুধু বদলেছো পদ্ধতি!
জুম চাষের মত ধাপে ধাপে
তোমার ফলন।
তোমার সংগ্রহে এখন
অনেক পালক...
ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারো।
তবুও...
বেয়াদব পাখির পালক!!


জেনে রেখো,
মুক্তি আস্বাদনে কেউ নয় একা!