প্রাণের টানে রাগে-বিরাগে
তীর বেঁধা পাখি
কর্কশ স্বরে বেজে ওঠে না।
তাল কাটা সুরে, ফেরা ছায়া
সমর্পন আপনায়!
কিসের ঘোরে ফিরে চলা
শেষের পথে!


উথালি পাথালি ঢেউ ওঠে তাই
ভবের সাগরে!
সুর হাতড়াই এ পথ চলায়।
রিনিঝিনি রিনিঝিনি...
পথ চিনি কিনা চিনি__
মনের নদীর জোয়ার ভাটায়,
যেথায় ভাসে লেনাদেনা ।


জগৎ মাঝারে
এ যেন এক ভাবের খেলা!
সংসারে যার নেই ঠিকানা।
যে আপন ফেরায় ফেরে __
বুঝি না সে কোন জনা!!