দীর্ঘ সময় ধরে __
তরীটি বাঁধা আছে তীরে...
রোদে পুড়ে
ফাটল ধরেছে অবয়বে!
হারিয়ে গেছে রঙ্!
অজস্র স্মৃতির ঝরা পাতা
হাওয়ায় উড়ে আসে।
বসে পাটাতনে...
তবু কেউ তো আসে, বসে।
জোয়ার আসলে দোল খায়!
নৌকোটা জীবন পায়
খানিক!


অতটা হয়তো নয় __
যখন হৈ হৈ করে
একদল সওয়ারী নিয়ে সে
রঙীন হয়ে উঠতো মাঝ গঙ্গায়,
এক বাঁধনহারা আনন্দে।
সে এক দিন গেছে।।


এখন যে__
বহু দিনের বাঁধা,
দড়িদড়া;আজ জীর্ণ!!
একদিন হয়তো ছিঁড়েও যাবে!
হাল বিহীন
পাল বিহীন শূন্য নৌকো
আবার ভাসবে...
ভাসতে ভাসতে চলে যাবে
সেই অজানায় ___


যেখানে যাবার কথা ছিলো!!