দূরে, অনাদরে
সন্ধ্যার মেঘের দল
যখন ভীড় জমিয়েছিল
নীল পাইনের বনে,
তখন তুমি
নরম মেঘের পরশ মেখে
অকাতরে ঘুমিয়েছিলে,
শ্যাওলার আস্তরনে।
ঘন সবুজ উপত্যকায়,
নীল কুয়াশায় যখন
তোমায় খুঁজে পেলাম __
দেখেছিলাম শিশির ধোয়া
তোমার স্নিগ্ধ মুখ!
আমি চোখ বুজে আবিষ্ট
মোহ মৌনতায়...
অনুভবের ভাবনায়!
সেই তো একদিন
ফিরতেই হবে, নিটোল
গদ্য কবিতায়!