আমি তোমার থেকে
অনেক বড় হয়ে গেছি, মা।
এখন আয়নায়
তোমাকে দেখতে পাই!
তোমার কপালের বলিরেখা
আমায় স্পর্শ করে।
তোমার শীর্ণ শীতল হাতের
কাঁপন এখন আমার হাতে।
সেদিন যখন তুমি
আমার সঙ্গে দেখা করে
ফিরছিলে__
তোমার নুয়ে পড়া
দেহের ভারে কিনা জানি না,
ধীর হয়েছিল পদক্ষেপ!
সেই পিছন ফিরে তাকানো
আমার স্মৃতিতে।
আমার হাঁটতে না পারা পা
আজ অসহায়...
আমি তোমার থেকে
অনেক বড় হয়ে গেছি, মা।