পৌষ বেলায়
হাওয়ায় হাওয়ায়
চলে খুশি, শীতের নাচন।
ভোরের আলোয়
মায়ায় মায়ায়
শীত কুয়াশা
লেপ্টে কাঁদে শার্শিতে।
শীতল ছোঁয়ায়
শুকনো মুখের
ছায়া কাঁপে আরসিতে।
মন কেমনের বেলা
হঠাৎ করে থমকে থামে।
ঝুপ করেই সন্ধ্যা নামে
এই শীতে!
শুকতারাটা উঠল যখন
চায়ের কাপে চুমুক দিয়ে
মনটা ভরে
গা গরমের গল্পেতে!