অর্থ অনর্থের মূলে...
জ্ঞান আছে টনটনে,
তবু টাকা যাও গুনে,
মনের একান্ত ভুলে।


ভাবছ শীতের দিনে,
টাকার গরম শ্বাসে,
গদিতে আরামে বসে,
সব সুখ নেবে কিনে!!!


কিনলে বাঘ, সঙ্গে পাবে ফেউ।
মনের সুখ কিন্তু বাদ।
সাবধান! সামলিও ফাঁদ,
গরম-লোভ দেখায় যদি কেউ!!