নৈঋত কোণের কালো মেঘ
উড়ে গিয়েছে পূবের টানে...
কী জানি কোন অভিসারে!
তখন ছাদের সিঁড়ির এক কোণে
ঠেস দিয়ে রেখেছিলে মন।
তোমার বিবস মুখে সে মেঘ
যেন ছায়া এঁকেছিল অকারণে!


এক চিলেকোঠার দুপুর
মাথা কুটেছিল সন্ধ্যার ক্ষণে __
বন্ধ দরজায় ফেলে আসা ঋণে!
কিছু ভুলতে, কিছু ভুল জন্মায়
তোমার বৃষ্টি নেশার নয়নে...
নৈঋতের মেঘ বোঝেনি সেকথা।
উড়ে গেল বলাকার মতো।