বেলাশেষে
সন্ধ্যা নামার মুখে
কামিনী ফুটেছিল আমার উঠোনে।
সুগন্ধে ভরে ছিল বুক!
মুখে হাসি মেখে ক্লান্ত পথিক,
চোখ রেখে চোখে দাঁড়লে খানিক।
আসন দিলাম তোমায়
আমার দাওয়ায়...
কেড়ে নিয়েছিলে  কিছুটা সময়।
দিয়েছিলে তারও বেশি।
তখনও রাত হয়নি গভীর।
গভীরতা অপূর্ণ রেখে চলে গেলে...
তুমি যে পথিক!


ঘর আগলে  আমি থাকি একা!