(১)
শানিত পথ
.................
কলম যখন তলোয়ার,
চলবে যত বাড়বে ধার!


(২)
সংসার
...........
অন্যের তালে তাল দাও,
নয়তো ভণ্ড সন্ন্যাসী হও!


(৩)
বৈচিত্র্য
...........
ছয়টি ঋতুর ছড়ানো কথা,
জীবনেরই সুখ আর ব্যথা!


(৪)
চুক্তি স্বাক্ষর
..................
কথায় যখন কথা বাড়ে,
স্থিতি হয় কলম-আঁচড়ে!


(৫)
অপেক্ষায় থাকা
........................
মানবতা আসবে ফিরে
মানুষেরই হাত ধরে!!