চাঁদের আড়াল থেকে সূর্য
উঁকি দিয়ে গেল আগুন বলয়ে!
তীব্র সে দৃষ্টি! সহ্য হয় না যেন ॥
বাদল মেঘ তবু যায় ছুঁয়ে ছুঁয়ে
আলোছায়া গায়ে মেখে__
কোন সে অজানায়...


কিছু মেঘ ঝরালো বারিধারা ॥
বৃষ্টি ধোয়া নীল সেজে উঠেছিল
গোধূলি লগন লাজে...
সজনের ঝিরিঝিরি শিহরণ,
নীড়ে ফেরা পাখির কলরব
কাব্যিক হয়ে উঠেছিল...


পৃথিবী দেখলো __
অস্তগামী আলোর আহ্বানে,
চাঁদের স্পর্শ সুখ ছেড়ে __
সূর্য গেল পাটে॥