হঠাৎ কেন যে
রাতের বেলায়
মস্ত এক হাঁচি!


হাঁচির ভয়েই
মেঝের উপর
ধপাস কানামাছি।


সময় তো নয়
আম কাঁঠালের
কোত্থেকে এ মাছি?


রান্না ঘরের
দুধ শুকিয়েই
রাবড়ি করে চাচি!


দুধের গন্ধে
হুলো আর মাছি
করছে নাচানাচি।


আমার কিন্তু
নাক সুড়সুড়
হেঁচেই আমি বাঁচি!