তোমার জন্য সাজিয়ে রেখেছি বরণডালা...
পাতায় বার্তা রঙ বদলের হিমেল হাওয়া ।
সাজাই বাসর হেমন্তিকার!


মাটির কানে শিশির পড়ার শব্দের নূপুর;
কখন আসো কখনই বা যাও
কে জানে!
আলতো হিম-রাতে
তবুও প্রদীপ জ্বালিয়ে অপেক্ষায় শুকতারা...
নবান্নের আয়োজন!


ছোট্ট পাখির ঠোঁটে জাগে শিহরণ!
আজ কোথায় যেন হারিয়ে গেছে হেমন্তের গান!