এখন সবুজ আমন
দুলছে আলতো হাওয়ায়;
নুয়ে পড়েছে শীষ।
ধানের ডগায় শিশির বিন্দু,
স্বপ্ন দেখায়!
মৃদু হিমেল হাওয়া বলছে...
হেমন্ত এসে পড়েছে প্রায়
দোরগোড়ায়।
হিমঝুরি ভোরের আলোয়
চোখ বন্ধ করে ফেলে ;
রাতে বার্তা আনে হেমন্তের!
শিশির ভেজা ঘাসে
আলস্যে পড়ে থাকে
রাত তারারা।
হৈমন্তীকার আসন পাতা।
এখনই__
আকাশ প্রদীপ জ্বলে উঠবে
কার্তিকের আঁধারে!
অঘ্রানে ___
হৈমন্তিক  গন্ধ ছড়াবে
নবান্ন উৎসবে!