বেদুঈন চলে গেছে__
শতছিন্ন তাঁবু ফেলে রেখে
মরুভূমির বুকে।
একদিন নর ও নারী
হয়তো উপভোগ করেছিল
ঐ ছিদ্র চুঁয়ে গলে পড়া
পাগল জ্যোৎস্না!
পাগল  হয়েছিল কী ওরা!
হয়তো__
ভালবাসা জেগেছিল মনে!
বেদুঈন মন
ছিন্ন তাঁবু ছেড়ে তাই
চলে গেছে
খুঁজতে জীবনের আস্বাদন
পৃথিবীর এক কোণে!
নর ও নারীকে চন্দ্রমা
এনে দিলো, বেঁচে থাকার
অন্য এক মানে...