দেখো...
একদিন ঠিক তোমার জন্য
একটা কবিতা লিখবো।
লিখবো, শতাব্দীর শ্রেষ্ঠ কবিতা!


রেখে যাব তোমার মধ্যরাতের
খোলা চোখে।


ঠিক লুকিয়ে রাখবো,
মিথ্যেকে প্রশয় দেবার যন্ত্রণা!
তোমার হাসির আড়ালে
দেখেছি সেই অসুখ...


তুমি মুক্ত হবে একটা রাতের জন্য!


সেদিন আমি থাকব না।
অনেক ঘুম আসবে আমার চোখে।
তোমার জন্য রেখে যাব
ফলফুলে ভরা শস্য শ্যামলা
একটা সবুজ রাত!!


তুমি সারারাত জেগে থাকবে..
তোমার চোখে আঁকা
শতাব্দীর শ্রেষ্ঠ সেই কবিতা!
অপ্রকাশিত...