আকাশ পথে বার্তা আসে...
কি অমোঘ টান!
অনুভবতা ঘিরে থাকে,
আমন্ত্রিত অবসর -দিবানিশি।
অপেক্ষায়, হয়তো কান বেজে ওঠে,
মিষ্ট শব্দ বুঝি ওই ডাকে..


হৃদয়ে কি বাসর আলোড়ন ?
কর্ণ কুহর থেকে হৃদি-পথ,
আর কতটুকুই বা দূর,
পৌঁছতে চায় - কেন ফিরে ফিরে যায়!
পেলব স্পর্শ ঝরে তার মিষ্টি কন্ঠে।


ডেকে ওঠে পিক  প্রতিবেশী গাছে।
এই তো সময় হারিয়ে যাওয়ার...!
মন ভিজে ভিজে পিঞ্জরে তাথৈ নাচন!
আমন্ত্রণ কর নয়ন জলে একান্তে।
অনুভবে রিক্ত ডালি ভরো
প্রেমারতি বারিধারা মাঝে়।


আমি একা বসে  অন্ধকারে নিরালায়।
টানাপোড়েনের হৃদয় স্পন্দন
যেন অনুভবে ....শুনি বারবার....।