লুকোচুরি খেলতে খেলতে
বকুলতলার মাঠে
সেই যে হারিয়ে গেলি তুই...
মাঠের পাশে সেই গলিটা,
মনে পড়ে?
গলির শেষে পোড়ো বাড়িটা?
তুই বলতিস ভুতের বাড়ি।
জানি, আমায় ভয় দেখাতিস।
একদিন __
সেই বাড়িতেও খুঁজলাম তোকে
সাহস করে।
কি জানি এখনও যদি
লুকিয়ে থাকিস!


ভুলতে চেয়েও ভুলতে পারি না।
বকুল ফুলে ঢাকা
কত বকুলতলা পার হয়ে আজ
চৌকাঠে দাঁড়িয়ে আছি।
পেরোতে হবে এবার...


অনেক দিন তো হারিয়ে গেছিস,
তবুও কেন বুকটা চিরে
তোকে দেখার ইচ্ছে জাগাস
শেষ রাতে!!!