আমি হইনি
শীতের রোদে ভেজা
পিঠে বিছিয়ে থাকা এলোচুল।
আমি শুনিনি
শিউলি ঝরার স্বর্গীয় শব্দ __
তবু হতে চাইনি
শিশির ভেজা শুভ্র শিউলি __
আমি যা হতে পারব না,
তা কেন চাইব!
তবু খুব ইচ্ছে করে __
বকুল গন্ধ হয়ে ছড়িয়ে পড়তে!
শরতের কাশ হয়ে
মাথা দোলাতে নদীর ধারে।
নাই বা পেলাম আকাশ কুসুম _
পারি না কী হতে
শুধুই "ভালবাসা" !!!