চলে গেলি শ্রাবণ,
রেখে দিয়ে বজ্রাঘাতে মৃত্যুর ছাপ;
প্রিয়ার চোখের প্লাবন ॥


রুক্ষ চাষের মাঠে
চেয়েছিলাম জল, ভুখা পেটের টানে ;
জীবন পড়ল তোর শাঠ্যে।


অভিমানের জল
আকাশের বুকে চেপে রাখতে গিয়ে,
জলেই হারালি ছল্।


কেন যাবার আগে
বজ্রকে সাথে নিয়ে এ ধ্বংসের রূপে
অঝোরে রইলি জেগে!


মানুষের দোষেই
হারিয়ে সাবলীল ধারাপাত, অভিমানী
শ্রাবণ মরলি রোষেই!