এক কদম হাঁটাও যেন একটা অধ্যায়।
চারণভূমির মুক্তির আকাশ! সীমাবদ্ধ।
পেটে খিদে, মুখে লাজের বালাই নেই...
গলায় দড়ি বেঁধে খুঁটে খাওয়া মন্দ নয়।


সিঁদুরে মেঘ প্রাণপণ শক্তি জোগায়।
এক টানে খুঁটি উপড়ে ঊর্ধমুখী দৌড়!
গোয়ালে ফিরে হাঁফ ছাড়া! মুখ গুঁজে,
শান্তির ত্রিভূবন! নাছোড় এ সংসার!


বিছানায় এপাশ ওপাশ। দিন কি রাত...
মুখে জমানো চারণভূমির ঘাস! খাসা!!
জাবর কাটতে গিয়ে ল্যাজে গোবরে!
এক কদমও আর  এগোয় না কলম!


গোয়ালে বসে ঝিমোয় জীবন অধ্যায়!!