কাঁটা ঝোপের মাঝখানে
অনিন্দ্য সুন্দর একটি কুঁড়ি!
পেলব তার আবরণ ;
বলিষ্ঠ তার প্রকাশ!


বোঝাই যাচ্ছে কুঁড়ির অন্দরে
সম্ভাবনাময় এক জীবন!
আপন তেজে লোভী কাঁটার
দংশনকে তুচ্ছ করে
মাথা তুলে দাঁড়াতে পেরেছে
এতোদিনে...


সূর্যের আলো তাকে সাহস
যুগিয়েছে __প্রখর হতে।
চন্দ্রকিরণ তাকে দিয়েছে
একটি নরম মন।
এবার সে পাপড়ি মেলবে...
সুগন্ধ ছড়াবে...
কাঁটার ঝোপ আস্তে আস্তে
জায়গা ছেড়ে দিচ্ছে!
সমীহ করছে!


কি আশ্চর্য!!!
আমি কি নতুন কোনো জগতে!
কোন্ মন্ত্রবলে???
ফিরে এলো কি মানবতা!!
হয়তো এভাবেই
একটি প্রতিবাদী শিশুই জাগাবে
হাজার শৈশবকে...


এক জাদু মঞ্চে বসে
আজ যে স্বপ্ন আমি দেখলাম...
একদিন সত্যি হবে নিশ্চিত!