অতীতটা নেমে এলো
      চোখ বুজে একছুটে।
ঝর্নায় মন ভিজে,
      ঘুম-কোল বিলি কাটে।


আবেশ জড়ানো গলা
      মোহময় বুকে আয়।
'চোখ গেল'পাখি ডাকে
      রাত গভীর জোছনায়।


কবিতার পাতা ভরে,
      ছেঁড়া সুখ জড়ো করে।
তানপুরা তার বাঁধে,
      নতুন জীবন সুরে।


হেরে জেতা কত কথা,
       দুখ্ বড় দংশায়।
বুক পেতে মুখ চুমো,
       ফেলে যত সংশয়।