পূর্ণিমা একটু একটু করে
নিঃশেষ হলো অমাবস্যায়।
ভীষণ অন্ধকার...
আঁধারে ডুবে গেল চাঁদ,
কি এক মায়ার অপেক্ষায়!


অমাবস্যা!!
এই একটা দিন অন্ততঃ
চাঁদ, তার অন্য পিঠের দোসর।
যেখানে লুকিয়ে রহস্য...
যন্ত্রপাখিটা উড়তে উড়তে
খোঁজ নিতে গেল জন্ম রহস্যের।


সেখানে __
একদিন তার উদ্বেলিত অন্তরের
উদ্গিরণে লাভার স্রোত,
খনিজ সম্পদ বুকে নিয়ে আজ
নিশ্চুপ, নিরেট!
বিছিয়ে রেখেছে কঠিন বুদবুদ!
ভীষণ শীতলতায় ___
এতো রসদ বুকে নিয়েও অনন্ত কালো।
সূর্যের আলোর কার্পণ্যে
চিরদিনের মতো মুখ ফিরিয়েছে
সবুজ তথা জীবন!


মায়াময় চাঁদের ছায়াময় পিঠ
চির অমাবস্যায়...