হিমেল গন্ধ গায়ে মেখে,
মৃদুল হাওয়ার সুরে,
শীতের শেষে হলুদ পাতা
ঝরঝরিয়ে ঝরে।
সবুজ পাতার খসার ব্যথা
বুকের মাঝে রেখে,
কালবৈশাখীর প্রবল ঝড়ে
লুটোয় ধূলো মেখে।


তবুও ক্লান্ত ঝরা পাতা,
হলুদ সুখে পাগলপারা,
কালবোশেখের অবসানে
এলো যখন বাদলধারা।
ভিজে মাটির স্পর্শ সুখে
হলো বুঝি আত্মহারা।
জীবন যুদ্ধে হেরে গিয়েও
অন্য 'সুখ' খোঁজে ওরা।


শোনো সবাই ওদের কথা,
ওরাও সুখী হতে জানে।
নিজেই ওরা নিজের মতো
খুঁজে পায় জীবন-মানে।