জীবন মরণ দুই প্রান্ত;
মধ্যে সহস্র ধারা।
হাসি - কান্নার দোলায়
দিয়ে যায় সাড়া।


এভাবেই এ পথচলায়
ক্লান্তি যেন নেই ।
অদৃশ্য এ সুতোর টানে
মরণে পৌঁছোই।


কী করে যে কেটে যায়
জনমের খেলা!
কী পেলাম সে হিসেবে
কাটে তবু বেলা।