উর্বর মাটিকেও কখনো কখনো
উটকো পাথরের আঘাত সহ্য করতে হয়।
সহাবস্থান!!!


কিছু গাছের মূল, পাথর এড়িয়ে,
এঁকে বেঁকে এগোয়...
খুঁজে নেয় বাঁচার অমূল্য রসদ!
ফুল, পাতা সেসব জানে না।
ওরা থাকে বায়বীয় ভালবাসায় সহাস্যে...
শীত বা বসন্তের সীমারেখা অমলিন।


কর্তব্যের খাতিরে কথা রাখা,
টান টান উত্তেজনায়।
হঠাৎ বায়ুর গতি বদলালে
তির তার লক্ষ্য হারায়...


জয় কিংবা পরাজয়!!!
হাসতে হাসতেই...


যেন বিকারগ্রস্ত ঘড়ির টিক টিক!