একটু দূরে বাজলো সুরে
মন কেমনের টান...
নামলে রাতি নিভিয়ে বাতি
ঘুম পারানির গান।


মেঘলা বুকে হঠাৎ যেন
ফিকে রামধনু-রঙ।
জলের সরে ফড়িং নাচে
খোঁজে মাছরাঙা ঢং।


আকাশ কোলে কুসুম আলো
সুখ যাপনের হাট।
মাদল সাঁঝ পরশ মাগে
বন পলাশীর মাঠ।


উপোসী দোর আগল আঁটে,
পোড়ে সলতের জ্বালা।
কমলাকোয়া ঠোঁটৈর আড়ে,
হেরে যাওয়ার পালা!


জীবন শেষে খোঁজোই মিছে
ঠিক বেঠিকের ঠাঁই!
হিসেব খাতা শিকেয় তোলা,
শুধু ভাগশেষ ছাই!!