কত শিশুই জন্মাচ্ছে রোজ।


কেউ সোনার চামচ মুখে!
কেউ ছেঁড়া কাঁথায় সুখে!


খিদেয় মরে পথে কেউ!
ভ্রুণ হত্যারও চলছে ঢেউ!


নথিতে থাকে না তার খোঁজ!


তবুও জন্মায় দলে দলে!
এক জীবন দেখার ছলে!


তাই জন্ম আমারও হলো!
তাতে কার কি এল গেল!


তবু সে জানান দেয় হররোজ!