তিমিরে বিজলী চমকে সহসা,
দিগন্ত প্রভাসে কিশোর আলোকে।
গুড়ু গুড়ু মেঘ ডমরু নিনাদে,
মেঘমল্লার অনিলে বিরাজে।


গোঠে ধেনু ডাকে ভীষণ তরাসে,
ছায়া তরু বীথি থরথর কাঁপে।
শুনিল বুঝিবা ধরনী-মিনতি!
নাচিল বরিষণ মৃদঙ্গ বোলে ।


আধো চেতনে বুঝি কর্ণে পশিল,
বদ্ধ কক্ষে আজ কাঁদিছে জীবন।
অবসান হ'ল যন্ত্রণা যতেক,
আলোকিত ক্রোড়ে নব আগমন।