নদীটির দুই তীরে দুই মন,
স্পর্শ করে জোয়ার ভাটার ক্ষণ;
সাথে নিয়ে চাঁদের প্রভাব।


মন দুটি খুশি হয় জোয়ারে,
ভালবাসার জল ছুঁলে দুই তীর;
হাসিতে ভরে চাঁদের বৈভব!


যখনই আসে ভাটার টান,
উন্মন দুই মন,যেন সুখহারা পাখি
বিরহে হারায় বুঝি সদ্ভাব!


চিরন্তন এ খেলায় ঘটে,
চাঁদ ও নদীর ঐ অপূর্ব রসায়নে,
দুই তীরের প্রেমের বাস্তব!