যুদ্ধ যখন
সবাই একা
আমি পর
তুমিও পর
ধেয়ে এলে
প্রবল ঝড়
ভাঙে ঘর।
ভীষণ একা
তবুও কেন
বাঁধি ঘর
বালির 'পর।
নদীর চর
চাষের মাঠ
জীবন পাঠ
লড়াই কর
আপন পর।
বানের পর
দিলে ত্রাণ
জলদি চল
দুহাত ভর
রাজনীতি
আড়াল কর
পাকা মাথা
ধর ছাতা
বোকাবাক্স
খেলা কর।
বাঁচার জন্য
যুদ্ধ কর
হলেও পর
পরস্পর!