সেদিনের ঝড়ে
ভেঙে পড়া গাছের কাণ্ড,
মাথা উঁচু করে দাড়িয়ে ছিল!
পাতাবিহীন রুক্ষ শাখায়
হতাশাই লেখা ছিল যেন!
হতাশা ছিল আমার মনেও।
আর কী জাগবে সবুজ!


নাগাড়ে বৃষ্টি হলো আজ __
সারাটা দুপুর ॥
যত কথা, যত ব্যথা আনন্দে
প্রলেপ পেলো ।
জলতরঙ্গে মাতাল বাদল !!
দেখি __
আম গাছের পেয়ারা গাছের
কাটা ডালে আনন্দ রঙে
জন্ম নিয়েছে কিশলয়!
বর্ষার জলে তিরতির
কাঁপছে... কাঁপছে জীবন!


দুপুর বড়ো নীরব, তবু
কত কথা বলে গেল আজ __
রঙে রঙে গানে গানে
আমার মনের আঙিনা ছুঁয়ে!
বৃষ্টি আর নতুন সবুজ
সাজালো এক 'যুগলবন্দী';
বর্ষার সুরে সুরে...