সেই শৈশব থেকে
বৃত্তটা একটু একটু করে
বড় হচ্ছিল...
পরিধির বিন্দুর সংখ্যা
বাড়ছিল ক্রমশ __
যেমন বাড়ে সাধারণতঃ।


শৈশব, কৈশোর, যৌবন...
মানুষের ভীড়ে
বৃত্ত ক্রমবর্ধমান!
পালকের সাথে
আগাছার ভীড়ও বাড়ে...
ছাঁটা প্রয়োজন।


এরপর বৃত্তের
ছোট হবার পালা।
ছোট হতে হতে বিন্দুতে!
জ্যা অর্থাৎ ভূমিতে
শেষ হয় পরিমাপের__
জীবন আলোর!