মন, তুমি যে এক ঘাট!
হরেক যাত্রীর ঠাঁই সেখানে।
গাং চলে যায় স্রোতের টানে...
তুমি থাকো নিরন্তরে!
কালকের হিসাব কে রাখে!
কাল ভেসে যায় কালান্তরে!


পথের দেখা যায় না রাখা!
সে দেখা পথেই হয় শেষ!
কোথায় যেন একটু  রেশ...
আকাশ ছুঁয়ে গাছের সারি।
সর্ষে ফুলের হলদে মাঠ...
সব যেন টলিয়ে দিয়ে যায়।


পথিক তুমি কোথায় যাও?
কেন যাও? কোন অজানায়?
চেনা ঘাটও হয় যে অচেনা
হরেক যাত্রীর কলরবে ___
মন পাগল কিছু না বোঝে...
কে যে নিলো সব চুরি করে!