সে আসবে__
বলেছিলো 'কাল'।
তাই এ বসন্তে
পথ রাঙায়
কৃষ্ণচূড়া লাল!
শুধু...
হয়নি যেন
মনের সকাল!!!


হয়তো
সেই "কাল"
কালসিন্ধুতেই
হয় বিলীন
অনন্তকাল...


বিরহী কৃষ্ণচূড়া
বুনো
হয়ে ওঠে!
যখন __
নিত্য যৌবনা
বসন্ত চায়
বৃদ্ধ মহাকাল!


কত 'কাল'
চলে যায় নিশ্চিত
কালোর আঁধারে।
আসে না
কোনোদিন
এক
আনন্দ সকাল!


এ অপেক্ষা
চিরকালের...
'সে আসবে'
এই আশাতেই
বুঝি আসে
বসন্তকাল!!!