আমার বেশ মনে হচ্ছে,
কাব্য আমার থেকে
অনেক দূরে সরে যাচ্ছে!
হয়তো বৃদ্ধ হলে এমনই হয়!
কিংবা
এমন কথা নিজের মনে হয়।
কাব্য এখন ভীষণই ব্যস্ত __
অবশ্যই নিজেকে নিয়ে।


তার পরিধি অনেক বড় __
নিজেকে মেলে ধরেছে।
পাখীর মত উড়তে শিখেছে।
নীল আকাশ চেনে __
নীল সমুদ্র চেনে __
ঘরের টান হয়ত কমে গেছে।
পরীক্ষাগারে
নিজেকে ভাঙছে গড়ছে...
ভীষণ ব্যস্ত সে।


প্রাচীন বৃদ্ধ মা'কে
বৃদ্ধাশ্রমে রাখার কথা ভাবছে।
হয়ত মায়ের ভালোর জন্যই।
কিন্তু মা___
সব বুঝেও মায়ের মন উতলা।
মা শুধু বসে আছে পথ চেয়ে,
একটিবার __
একটিবার যদি সে ফেরে!!