দোদুল্যমান বটের ঝুরির মাটি ছোঁয়ার
কাঙালিপনা, স্বপ্ন দেখে নতুন সভ্যতার!
তোমার বৈঠকখানায় জীবন ও মানবতা,
এক পেয়ালা উষ্ণ চায়ে বেশ উপভোগ্য!


অভ্যাস বোধে কিছু কমা-সেমিকোলনে,
নিজের সাজানো চক্রব্যুহে দমবন্ধ যাপন!
হাত পা গুটিয়ে শামুক হয়ে শুঁড় নাড়ো,
দু-দিকেই ঘাড় কাতে হ্যাঁ, না, দু পক্ষের।


যে মাটিতে গেঁথে আছে যুগের কালচক্র,
সেখানেই দাঁড়িয়ে অস্তিত্বের কেন বড়াই?
ঘুরে চলেছ কলুর বলদের মতো আমৃত্যু!
তোমার দায় ও অধিকার পূর্ব পরিকল্পিত।


কালচক্রের নিশানায়  যে তোমার গন্তব্য!