রং রূপে, আজ মন যে জেগেছে।
খর তাপে ভরা  রুক্ষ বাতাস ,
ঘুঙুর তালের বাউল উদাস,
মন আঙিনায় সুরটি তুলেছে!


আগুন ঝরানো তপ্ত হাওয়া!
চাতক কান্না শুখা ওই ঠোঁটে।
সন্ধ্যার রাগে যে ফুলেরা ফোটে।
পাখিরা খোঁজে সবুজের ছাওয়া।


শ্রমিক কৃষক ঘাম ঝরিয়ে,
ব্যস্ত কাজেতে, কোথায় বিরতি?
আমি শুধু লিখি কবিতা ও গীতি ,
শীতাতপ ঘরে, একা বসে শুয়ে।